নারীর ছেঁড়া জিন্স পরা নিয়ে মন্তব্যে অনড় উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী: প্রতিবাদের ঝড়

ভারতের উত্তরাখণ্ডের বিজেপি মুখ্যমন্ত্রী তীরথ সিং রাওয়াত পোশাক বিতর্কে নিজের মন্তব্যেই অনড় রইলেন। শুক্রবার (১৯ মার্চ) এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘নারীদের জিন্স পরায় আমার আপত্তি নেই। তবে রিপড্‌ (ছেঁড়া) জিন্স পরার পক্ষে নই।’

মঙ্গলবার দেহরাদূনে রাজ্য শিশু অধিকার রক্ষা কমিশন আয়োজিত একটি ওয়ার্কশপে গিয়ে মুখ্যমন্ত্রী রাওয়াত বলেন, উড়ানে ছেঁড়া জিন্স পরা এক নারীকে দেখে তিনি বিস্মিত হয়েছেন। নারী তাকে জানান, তিনি একটি স্বেচ্ছাসেবী সংগঠন চালান। নারীর সঙ্গে দুই শিশুও ছিল। তার উদ্দেশেই তীরথ বলেছিলেন, ‘এই ধরনের নারীরা যদি সমাজে ঘুরে বেড়ান, মানুষের সমস্যা মেটাতে তাদের সঙ্গে দেখা করেন, তাহলে তারা সমাজ আর শিশুদের কী বার্তা দিচ্ছেন?

তিনি আরও বলেন, ‘উন্মুক্ত হাঁটু দেখিয়ে, ছেঁড়া জিন্স পরে, উচ্চবিত্ত ছেলেমেয়ের মতো হাবভাব— এখন এই ধরনের মূল্যবোধ শেখানো হচ্ছে। বাড়ি থেকেই এসবের সূচনা হচ্ছে। আমরা যা করব, বাচ্চারা তাই শিখবে।’

এদিকে মুখ্যমন্ত্রীর ওই মন্তব্যের বিরুদ্ধে গত তিন দিন ধরে প্রতিবাদের ঝড় উঠেছে। শুক্রবার বিকালে দিল্লির কনট প্লেসে ছেড়া জিন্স পরে শিশু কোলে বিক্ষোভ দেখান দিল্লি কংগ্রেসের নারী শাখার সদস্যেরা। ইতোমধ্যে টুইটারে রিপড্‌ জিন্স পরা ছবি পোস্ট করেছেন তারকা, রাজনীতিবিদ থেকে সাধারণ মানুষ।

সূত্র: আনন্দবাজার