নারীর তুলনায় বেশি দুর্নীতি করে পুরুষ: জাহিদ মালেক

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, নারীরা বেশি দুর্নীতি করে না, দুর্নীতি বেশি করে পুরুষরা।

আজ বৃহস্পতিবার (১৮ মার্চ) দুপুর দেড়টার দিকে রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে নারী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে জাহিদ মালেক এ কথা বলেন।

জাহিদ মালেক বলেন, চাকরির ক্ষেত্রে মেয়েদের নিয়ে কোনো বৈষম্য নেই। সর্বক্ষেত্রে মেয়েদের সুযোগ-সুবিধা করে দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রাথমিক শিক্ষা খাতে ৬০ শতাংশ চাকরি মহিলাদের জন্য ব্যবস্থা করা হয়েছে। এমনকি রাজনীতিতেও মহিলারা এখন এগিয়ে আসছেন। তারা অনেক বলিষ্ঠ ভূমিকা রাখছেন।

জাহিদ মালেক আরও বলেন, জাতীয় সংসদে ৬৫টি আসন মহিলাদের জন্য সংরক্ষিত রাখা আছে। যা কিনা আগে খুবই কম ছিলো। নারীরা এখন সব দিকে এগিয়ে যাচ্ছে। নারীদের ক্ষমতায়ন করতে হলে তাদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে হবে।