পবিত্র রমজানে করোনার টিকা নিলে রোজা ভঙ্গ হবে না: আল আজহার বিশ্ববিদ্যালয়

পবিত্র রমজান মাসে করোনার টিকা নিলে রোজা ভঙ্গ হবে না জানিয়েছে মিসরের বিখ্যাত শিক্ষাপ্রতিষ্ঠান আল আজহারের ফতোয়া কাউন্সিল।

গত শনিবার (৬ মার্চ) আল আজহারের ফতোয়া কাউন্সিল এক বিবৃতিতে জানায়, করোনা টিকা খাদ্য ও পানীয় হিসেবে কাজ করে না। বরং তা দেহের মধ্যে ভাইরাস প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।

মিসর সরকার করোনা টিকাদান কার্যক্রম রমজান মাস ব্যাপী অব্যাহত রাখার ঘোষণা দেয়। এরই পরিপ্রেক্ষিতে আল আজহারের ফতোয়া সেন্টার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

এরই মধ্যে আমিরাতের ওয়াকফ বিষয়ক মন্ত্রণালয়ের ফতোয়া বিভাগীয় প্রধান ড. আহমেদ বিন আবদুল আজিজ আল হাদ্দাদ করোনা টিকা গ্রহণ করলে রমজানের রোজা ভাঙবে না বলে জানিয়েছেন।

সূত্র : ইজিপট ইন্ডিপেন্ডেন্ট