পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ৪২ মুসলিমের লড়াই

ভারতের পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে দলীয় প্রার্থী তালিকা প্রকাশ করলেন তৃণমূল সভানেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কোলকাতায় দলীয় কার্যালয়ে প্রার্থীদের নাম ঘোষণা করেন।

রাজ্যে মোট ২৯৪ আসনের মধ্যে আজ ২৯১ আসনে তৃণমূল প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। এদের মধ্যে ৪২ জন মুসলিমকে প্রার্থী করা হয়েছে।

মমতা বলেন, ‘কাউকে কাউকে আমরা আসন দিতে পারিনি। কারণ, আসন দেওয়ার ক্ষেত্রে অনেক কিছুই নির্ভর করে। আমার খুব পরিচিত, আমার সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করা কিছু লোককেও বাদ দিতে হয়েছে। আমরা ঠিক করেছি, এবার আমরা বিধান পরিষদ তৈরি করব। যাঁরা বাদ পড়বেন, তাদের বিধান পরিষদে নিয়ে আসব।’

মমতা বিজেপিকে টার্গেট করে বলেন, ‘আপনারা কেউ হিংস্র রাজনীতির কাছে মাথানত করবেন না। বাংলা বহিরাগত গুণ্ডাদের দিয়ে শাসন করতে দেবো না। শাসন করবে বাংলার মানুষ।

সূত্র : আনন্দবাজার