পাকিস্তানে জরুরি অবতরণ করলো ভারতীয় বিমান

সংযুক্ত আরব আমিরাত থেকে ভারতগামী একটি বিমান পাকিস্তানের করাচিতে জরুরি অবতরণ করেছে। ওই বিমানটি শারজা থেকে উত্তরপ্রদেশের লখনউ যাচ্ছিল। তবে করাচির উপর দিয়ে যাওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন ভারতীয় বিমান সংস্থা ইন্ডিগো’র এক যাত্রী।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ওই যাত্রীর নাম হাবিবুর রহমান (৬৭)। তিনি সংযুক্ত আরব আমিরাতের শারজা থেকে ভারতের উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ যাওয়ার জন্য ইন্ডিগোর ৬ই ১৪১২ বিমানে উঠেছিলেন। ভোর ৪টার দিকে বিমানটি করাচির আকাশে থাকাকালীন তিনি অসুস্থ হয়ে যান।

এরপর জরুরি ভিত্তিতে অবতরণের জন্য ওই বিমানের পাইলট এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন। ভোর সাড়ে ৫টার দিকে বিমানটি করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

পরে বিমানবন্দরের মেডিকেল টিম প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করে ওই যাত্রীকে মৃত ঘোষণা করেন। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ওই যাত্রীর মৃতদেহ নিয়ে করাচি থেকে ভারতের উদ্দেশে আবারও রওয়ানা দেয় ইন্ডিগোর ওই ফ্লাইটটি।