পাপন-সুজন ভাই ছাড়া কেউই ক্রিকেট নিয়ে বেশি চিন্তা করে না : সাকিব

বাংলাদেশ ক্রিকেট দল যখন খারাপ করে তখন সবচেয়ে বেশি সমালোচিত হোন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সেই সাথে যেকোনো ইস্যুতে সাবেক অধিনায়ক ও বর্তমান পরিচালক খালেদ মাহমুদ সুজনকেও হতে হয়েছে ট্রলের শিকার। তবে টাইগার বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান মনে করছেন এই দু’জন ছাড়া ক্রিকেট উন্নয়নে কেউই বেশি চিন্তা করে না।

গতবছর বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল বিশ্বকাপ জয় করে ঘরে তুলেন। আর এতে সবচেয়ে বড় ভূমিকা খালেদ মাহমুদ সুজনের। এমনটা মনে করছেন দেশ সেরা পোস্টার বয় সাকিব আল হাসান।

গতকাল ক্রিকেট ওয়েবসাইট ক্রিকেফ্রেঞ্জি ও দারাজের লাইভ সেশনে সাকিব বলেন, ‘আমরা সবসময় পাপন ভাইকে দোষ দেই। পাপন ভাই যত বেশি চিন্তা করে আমার মনে হয় না কেউ এত বেশি চিন্তা করে। সুজন ভাই চিন্তা করে তার ফলটাও আমরা পেয়েছি। অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ আমরা জিতেছি।’