পুলিশি ব্যারিকেডে স্বেচ্ছাসেবকদলের প্রতিবাদ সভা চলছে

রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে পুলিশি ব্যারিকেডের মধ্যেই শুরু হয়েছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ সমাবেশ।

শনিবার (৬ মার্চ) সকাল ১০টায় এ প্রতিবাদ সভা শুরু হয়। লেখক মুশতাক আহমেদ ও সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির হত্যার প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।

এদিকে সকাল ৮টা থেকেই প্রেসক্লাবের আশপাশের সকল সড়কের পাশে পুলিশি ব্যারিকেড দেয়া হয়েছে। বিনা অনুমতিতে কাউকেই ঢুকতে দেয়া হচ্ছে না। রাস্তার পাশ দিয়ে যাওয়া বাস বা অন্য যানবাহন থেকে কোনো বিএনপির নেতাকর্মী নামলে তাদেরকে আটকে রাখা হচ্ছে। তবে সকাল থেকেই হাজার খানেক স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীরা প্রেসক্লাবের সামনে বসে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। বেলা বাড়ার সাথে সাথে প্রতিবাদ সমাবেশে নেতাকর্মীর ঢল নামছে।

আজকের প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় ও যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল।