বইমেলায় অভিনেত্রী ভাবনার কবিতার বই

অভিনয়শিল্পী আশনা হাবিব ভাবনা কিন্তু এর বাইরেও তার রয়েছে অনেক গুণ। অভিনয়ের পাশাপাশি চমৎকার নাচেন। ছবিও আঁকেন দারুণ। তার ছবি লাখ টাকাতে বিক্রিও হয়েছে। যা নিয়ে বেশ আলোচনা হয়েছে।

বর্তমানে ভাবনার পরিচিতি আছে লেখক হিসেবেও। গুলনেহার ও তারা নামে দুটি উপন্যাসও প্রকাশিত হয়েছে তার।

এবারও সেই ধারাবাহিকতায় বইমেলায় নতুন বই নিয়ে হাজির হচ্ছেন ভাবনা। বইয়ের নাম গোলাপী জমিন। এটি নতুন উপন্যাস।

সেইসঙ্গে কবি হিসেবেও অভিষিক্ত হচ্ছেন ভাবনা। আসছে তার প্রথম কবিতার বই ‘রাস্তার ধারের গাছটির কোনো ধর্ম ছিলোনা’। এ কাব্যগ্রন্থটি বইমেলায় প্রকাশিত হবে পাঠক সমাবেশ থেকে। বইটিতে মোট ৫০টি কবিতা স্থান পেয়েছে।