বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকিতে শ্রদ্ধা জানালেন নরেন্দ্র মোদী

আজ ১৭ মার্চ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এবার উদযাপিত হবে এ দিনটি। গত বছর বঙ্গবন্ধুর শততম জন্মদিন থেকে শুরু হয় মুজিব বর্ষ যা এ বছরের ১৬ ডিসেম্বর পর্যন্ত বর্ধিত করা হয়েছে।

টুইট বার্তায় ভারতের প্রধানমন্ত্রী লেখেন, ‘আমি মন থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি, বঙ্গবন্ধু ছিলেন মানবাধিকার আর স্বাধীনতার চ্যাম্পিয়ন। তিনি সব ভারতীয়দের জন্যও একজন হিরো। এই মাসের শেষ দিকে বাংলাদেশে গিয়ে মুজিববর্ষের উদযাপনে অংশ নেওয়াটা আমার জন্য সম্মানের হবে।’ ইয়ন টিভি

২৬ মার্চ মুজিববর্ষ আর স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে অংশ নিতে বাংলাদেশে আসবেন ভারতের প্রধানমন্ত্রী। এসময় তার টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধ ভ্রমণেরও কথা রয়েছে। গত বছর মুজিব বর্ষের শুরুতেও তার আসার কথা ছিলো। জি নিউজ

তবে করোনার কারণে বাতিল হয় সেই সফর। এরপর থেকে মোদি আর বিদেশ সফরে যাননি। কোভিড-১৯ শুরুর পর এটিই তার প্রথম বিদেশ সফর।