বন্দুকের সামনে বুক পেতে দাঁড়ালেন সন্ন্যাসিনীঃ ভাইরাল ছবি

মিয়ানমারে সেনাবাহিনী ক্ষমতা দখলের পর থেকে প্রায় প্রত্যেকদিন বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে। আর তা ঠেকাতে পুলিশ ছুড়ছে গুলি।

তাদের সামনে হাঁটু মুড়ে বসে এক খ্রিস্টান সন্ন্যাসিনী। ছড়ানো দু’হাত। আর এ প্রাণহানি ঠেকাতেই হাঁটু মুড়ে এক সন্ন্যাসিনী পুলিশের কাছে অনুরোধ জানিয়েছিলেন তার সন্তানদের দিকে যেন গুলি ছোড়া না হয়। এমনই একটি ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগের মাধ্যমে। কিন্তু কার কথা কে শোনে! পুলিশ ঠিকই গুলি ছোড়ে। এতে মৃত্যুর ঘটনাও ঘটেছে।

মঙ্গলবার সংবাদ সংস্থা এএফপি-কে সিস্টার অ্যান বলেন, শিশুদের উপর যাতে অত্যাচার না হয়, গুলি না চালায়, সে জন্য ওদের অনুরোধ করেছিলাম। বলেছিলাম, তার বদলে ওরা আমাকে হত্যা করতে পারে। তার সঙ্গে ছিলেন আরও দুই সন্ন্যাসিনী। সোমবার মিয়ানমারের মাইতকাইনা শহরে ওই সিস্টারের এই সাহসিকতা বৌদ্ধপ্রধান দেশটির তো বটেই, গোটা বিশ্বের প্রশংসা আদায় করে নিয়েছে।