বলিউডের জনপ্রিয় অভিনেত্রী জারিন খান এখন ড. জারিন খান

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী জারিন খান এখন ড. জারিন খান। তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়। ভারতের গোয়ায় নেলসন ম্যান্ডেলা নোবেল পিস অ্যাওয়ার্ড-২০২০ অনুষ্ঠানে সম্প্রতি তাকে এই ডিগ্রি দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ফিল্মিবিট ডটকমের খবরে বলা হয়েছে—ওই আয়োজনে জারিন খানকে শুধু ডক্টরেট ডিগ্রিই দেওয়া হয়েছে এমন নয়; তাকে নেলসন ম্যান্ডেলা নোবেল পিস অ্যাওয়ার্ডও দেওয়া হয়।

তাকে ডক্টরেট ডিগ্রি দিয়েছে আমেরিকান ইউনিভার্সিটি অব গ্লোবাল পিস। আর সে কারণেই তিনি এখন ড. জারিন খান! এই অর্জনের জন্য গোয়া রাজ্যের মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত অভিনন্দন জানিয়েছেন জারিনকে।

সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি শেয়ার করেছেন জারিন খান নিজেই। আয়োজন ও পুরস্কারপ্রাপ্তির বেশ কিছু ছবি শেয়ার করে গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। জানিয়েছেন সাম্মানিক ডক্টরেট পেয়ে তিনি সত্যিই উচ্ছ্বসিত।