বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান দল

করোনার কারণে এক বছরেরও বেশি সময় ধরে খেলা নেই বিশ্বকাপজয়ী যুবাদের। সেই ধাক্কা কাটিয়ে ঠাসা সূচিতে ফিরছে টাইগার যুবারা। চলতি মাসে আফগানদের বিপক্ষে সিরিজ দিয়ে আবারো ক্রিকেটে ফিরবে যুব দল। এরপরই ঘরের মাঠে খেলবে পাকিস্তানের বিপক্ষে সিরিজ।

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ভারত যাওয়া তিন দিন পিছিয়ে ১৫ মার্চ করা হয়েছিল। স্বাগতিকদের গোছগাছ করতে কিছুটা দেরি হওয়ায় আরও এক দফায় পেছানো হতে পারে যুবাদের ভারতযাত্রা। এ ব্যাপারে সিদ্ধান্ত জানা যাবে আজকালের ভেতর।

শেষ মুহূর্তে সফর পিছিয়ে গেলে সিরিজ সীমিত করা হতে পারে। ছেঁটে ফেলা হতে পারে চার দিনের একমাত্র ম্যাচটি। কারণ ১১ মে থেকে হোম সিরিজ রয়েছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে। বিসিবি ন্যাশনাল গেম ডেভেলপমেন্ট ম্যানেজার আবু ইমাম মো. কাউসার জানান, ‘পাকিস্তান যুবাদের সঙ্গে দেশের মাটিতে চারটি একদিনের ও একটি চার দিনের ম্যাচ খেলার সূচি চূড়ান্ত হয়ে গেছে। সেক্ষেত্রে ক্রিকেটারদের দেশে ফিরে কিছুটা বিশ্রামেরও প্রয়োজন হবে।’