মোদিজির অনুপ্রেরণায় বিজেপিতে যোগ দিলাম: শ্রাবন্তী

ভারতীয় বাংলা চলচ্চিত্রের একজন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে টলিউডের অনেক তারকাই নাম লিখিয়েছেন রাজনীতিতে। এবার সে তালিকায় যুক্ত হয়েছে অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির নাম।

আজ সোমবার (০১ মার্চ) ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দিয়েছেন টলিউডের আলোচিত অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি।

রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ, বিজেপির রাজ্য বিজেপি পর্যক্ষেক কৈলাশ বিজয়বর্গী, সাংসদ স্বপনদাশ গুপ্তর উপস্থিতিতে বিজেপির পতাকা হাতে তুলে নিয়েছেন অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। এর আগে বিজেপিতে যোগ দিয়েছেন অভিনেতা যশ দাশগুপ্ত, হিরণ, রুদ্রনীল ঘোষ ও চিত্রনায়িকা পায়েল সরকার।

শ্রাবন্তী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির বক্তব্য তাকে অনুপ্রাণিত করেছে। আর সেই কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে পথ চলে দেশের জন্য কিছু করতে চান।

বিজেপি যোগ দেওয়ার কারণ হিসেবে শ্রাবন্তী আরও জানান, দেশের জন্য, রাজ্যের জন্য অনেক পরিবর্তন করছে। সেই কারণে বিজেপিতে যোগ দিয়ে দেশের জন্য বা রাজ্যের জন্য কিছু করতে চান।

অপরদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দলে যোগ দিয়েছেন অভিনেত্রী সায়নী ঘোষ, চিত্রনায়িকা কৌশানী মুখার্জি।