ব্যাটিং ব্যর্থতা স্বীকার করলেন অধিনায়ক তামিম

এখানে কোনো অজুহাত অবশ্য নেই। উইকেটে নিউজিল্যান্ডের মাটি অনুযায়ী স্বাভাবিক বাউন্সই ছিল। কিন্তু অজানা ভয়েই বলতে গেলে বাজে শট খেলেছে বাংলাদেশের ব্যাটসম্যানরা। অল্প রানে গুটিয়ে যাওয়ায় প্রথম ওয়ানডেতে বাংলাদেশের কপালে জুটেছে ৮ উইকেটে হারের লজ্জা।

ম্যাচের পর হারের পেছনে বাজে ব্যাটিং দায়ী তা অকপটে স্বীকার করেছেন অধিনায়ক তামিম ইকবালও। তিনি বলেন, ‘অনেকগুলো বাজে আউট ছিল। কোনো সন্দেহ নাই, তারা ভালো বোলিং করেছে। তবে ব্যর্থতা আমাদেরই। দোষ ঢাকার সুযোগ নাই। আমরা সেরকম ব্যাটিং করতে পারিনি প্রত্যাশা অনুযায়ী।’

নিউজিল্যান্ডের কন্ডিশন মানিয়ে নেয়ার যথেষ্ট সময় পেয়েছে এবার বাংলাদেশ। তামিম মানছেন সেটাও, ‘আমরা অনেক দিন ধরেই আছি এখানে। প্রস্তুতিতে ঘাটতি আছে, সেটা আমি বলব না। এটা নতুন না, আমরা জানি আমাদের প্রত্যাশা কতটুকু। আশা করি সামনের ম্যাচে বেটার পারফরম্যান্স আসবে।’