বয়স নিয়ে বিড়ম্বনায় আফ্রিদি

প্রতি বছর জন্মদিন এলে পাকিস্তানের অলরাউন্ডার শহীদ আফ্রিদি শুভেচ্ছায় ভেসে যাওয়ার পাশাপাশি বিড়ম্বনারও শিকার হন।

জন্মদিন উপলক্ষ্যে রাত ১২টার পর থেকে শুভেচ্ছাবার্তায় ভেসে যাচ্ছেন বুমবুম আফ্রিদি। এরই মধ্যে অনেকে প্রশ্ন তুলেছেন– এটি আফ্রিদির কততম জন্মদিন? তার বয়স এখন কত?

বয়স নিয়ে বিড়ম্বনার শিকার না হতেই হয়তো আফ্রিদি নিজেই টুইটে তার বয়স জানিয়েছেন। রোববার রাত ১২টা পেরোতেই নিজের টুইটার হ্যান্ডেলে আফ্রিদি তার বয়স ৪৪ বছর লিখেছেন। পাক অলরাউন্ডার লিখেছেন– ‘সুন্দর সুন্দর জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা। ৪৪ হয়ে গেলাম আজ! আমার পরিবার আর সমর্থকরাই আমার বড় পুঁজি।’

কিন্তু তাতেও প্রশ্নটা থেকেই গেল। কারণ ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোতে আফ্রিদির বয়স দেখাচ্ছে ৪১। আর ক্রিকেটের আরেক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজ বলছে, এবার ৪০-এ পা রেখেছেন আফ্রিদি।

উইকিপিডিয়াতে আফ্রিদির বয়স লেখা ৪৫! মজার বিষয় হলো– আফ্রিদির দাবি, তিনি এখন ৪৪-এ। আর তার অটোবায়োগ্রাফি বলছে, তার বয়স আজ ৪৬ হলো।