ভারতে শিয়াল মার্কায় ভোট চেয়ে পোস্টার

তৃণমূল, বিজেপি কিংবা সংযুক্ত মোর্চাকে নয়, ‘শিয়াল চিহ্নে ভোট দিন’! এমনই পোস্টার লাগানো হয়েছে ভারতের জলপাইগুড়ির বেশ কয়েকটি জায়গায়। কারা এই পোস্টার লাগিয়েছে বা তাদের উদ্দেশ্য কী তা বুঝতে পারছেন না কেউ।

ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের খবরে বলা হয়েছে, ভোটের মাঠে সময় খুব কম। জনসভা-মিছিল-রোড শোতে চলছে জোর প্রচার। কিন্তু বুধবার (১৭ মার্চ) সকালে জলপাইগুড়ি শহরের থানা মোড় এলাকায় জেলা কংগ্রেস সদর দফতর রাজীব ভবনের সামনে একটি পোস্টার চোখে পড়ে স্থানীয় বাসিন্দাদের। পোস্টারে একটি শিয়ালের ছবি, আর নিচে লেখা, ‘এই চিহ্নে ভোট দিন, সৌজন্যেঃ আমরা শিয়ালের অনুগামী’!

একই পোস্টার দেখতে পাওয়া যায় থানা মোড়ের আশপাশে বেশ কয়েকটি জায়গা। ঘটনাটি ছড়িয়ে পড়তেই হইচই পড়ে যায় শহরজুড়ে।

এদিকে বিষয়টি নিয়ে তৃণমূল ও কংগ্রেস নেতারা পাল্টাপাল্টি দোষারোপ করছেন বলে জি নিউজের প্রতিবেদনে বলা হয়। জলপাইগুড়ির কংগ্রেস নেতা সুজন হাজরার অভিযোগ, ‘তৃণমূলের লোকেরাই এ রকম নোংরা অপপ্রচার চালাচ্ছে’। আর ‘এটা কংগ্রেসের লোকজনই লাগিয়েছে’ বলেই জানালেন জলপাইগুড়ি জেলা যুব তৃণমূলের সভাপতি সৈকত চট্টোপাধ্যায়।