নিউজিল্যান্ডকে টি-টোয়েন্টিতে হারানোর জন্য মুখিয়ে রয়েছে বাংলাদেশ

ব্যাটিং ব্যর্থতা ও বাজে ফিল্ডিংয়ের কারণে ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। ওয়ানডে সিরিজের পর এবার টি-টোয়েন্টির লড়াইয়ে মাঠে নামবে এই দুদল। ওয়ানডেতে না পারলেও টি-টোয়েন্টি সিরিজে ভয়-ডরহীন ক্রিকেট খেলে নিউজিল্যান্ডকে হারাতে চায় বাংলাদেশ। টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে হারানোর জন্য বাংলাদেশ মুখিয়ে রয়েছে বলে জানান মাহমুদউল্লাহ রিয়াদ।

মাহমুদউল্লাহ বলেন, ‘আমরা জানি এখানকার কন্ডিশন বরাবরই আমাদের জন্য চ্যালেঞ্জিং। ওয়ানডে সিরিজেও আমরা দেখেছি। তারা তাদের কন্ডিশনকে অনেক ভালোভাবে কাজে লাগিয়েছে। ব্যাটিং ইউনিট হিসেবে আমরা ভালো করতে পারিনি। যদিও আমাদের বোলাররা ভালো পারফর্ম করেছে। কিন্তু কিছু ভুল ফিল্ডিংয়ের কারণে ফলাফল পক্ষে আনতে পারিনি।’

তিনি আরও বলেন, ‘টি-টোয়েন্টিতে কোনো ধরনের জড়তা ছাড়া ভয়ডরহীন ক্রিকেট যদি আমরা খেলতে পারি তাহলে ফল আমাদের পক্ষে নিয়ে আসা সম্ভব। আমি বিশ্বাস করি, আমাদের জয়ের ক্ষুধা তীব্র আকারে আছে। আমরা এটার জন্য মুখিয়ে আছি। ইনশাআল্লাহ কাল আমাদের সেরা ক্রিকেট খেলার চেষ্টা করব।’