মমতার করুণ অবস্থা দেখে আমার খুব কষ্ট হচ্ছে: তসলিমা

গত বুধবার নন্দীগ্রামের হামলার ঘটনায় বাঁ পায়ের গোড়ালির হাড়ে গুরুতর আঘাত পেয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে পায়ের পাতা, ডান হাত, গলা এবং ডান কাঁধেও আঘাত পেয়েছেন গুরুতর। হাসপাতাল কর্তৃপক্ষ এ বিষয়ে নিশ্চিত করেছে। আপাতত মমতা বন্দ্যোপাধ্যায়কে ৪৮ ঘণ্টার জন্য আইসিইউতে রাখা হয়েছে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন অবস্থা দেখে মুখ খুললেন আলোচিত লেখিকা তসলিমা নাসরিন। আজ বৃহস্পতিবার (১১ মার্চ) নিজের ভেরিফাইড ফেসবুক থেকে তসলিমা নাসরিনের লেখা হুবুহু তুলে ধরা হলোঃ-

তসলিমা বলেন, মমতা বন্দোপাধ্যায়ের (দিদি) এই করুণ অবস্থা দেখে আমার খুব কষ্ট হচ্ছে। ভিড়ের মধ্যে, শুনেছি, কিছু লোক তাঁকে আক্রমণ করেছে। গোঁড়ালির হাড়, লিগামেন্ট, ডান কাঁধ — সবখানে আঘাতের চিহ্ন।

তসলিমা আরও বলেন, আমাদের ভোলা উচিত নয় যে পুরো ভারতে তিনিই একমাত্র মূখ্যমন্ত্রী, যিনি পুরুষ নন। তিনি চান বা না-চান, এই পুরুষের সমাজে তাঁর দ্বিগুণ নিরাপত্তা দরকার। (ফেসবুক থেকে সংগৃহীত)