মসজিদের লাউডস্পিকার ব্যবহারে বিধি-নিষেধ জারি

মসজিদের লাউডস্পিকার ব্যবহারে বিধি-নিষেধ জারি করেছে কর্নাটক প্রদেশের ওয়াকফ বোর্ড। এক বিবৃতিতে রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত আজানের সময় প্রদেশটির মসজিদ ও দরগাহে লাউড স্পিকার ব্যবহার করা যাবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ইন্ডিয়া টুডের খবরে বলা হয়, শব্দদূষণ প্রতিরোধে লাউডস্পিকারের ব্যবহার নিষিদ্ধ করতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে ওয়াকফ বোর্ড। আর দিনের বেলা লাউডস্পিকার ব্যবহারে নির্ধারিত নিয়ম-নীতি মেনে চলতে হবে।

খবরে আরো বলা হয়, যেকোনো হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও আদালতের এক শ মিটারের ভেতর পুরো স্থানকে ‘সাইলেন্স জোন’ বা ‘নীরব স্থান’ হিসেবে নির্ধারণ করা হয়। এ স্থানে উচ্চ আওয়াজে শব্দ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিবৃতিতে হয়েছে, শুধুমাত্র আজান ও গুরুত্বপূর্ণ ঘোষণার ক্ষেত্রে লাউডস্পিকার ব্যবহারের অনুমোদন আছে। মৃত্যু সংবাদ, চাঁদ দেখা, জানাজা, জুমার নামাজ, ধর্মীয় অনুষ্ঠান, প্রাকৃতিক দুর্যোগের ঘোষণাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তা ব্যবহার করা যেতে পারে।