যে মসজিদে আজান-নামাজ পড়ান নারী ইমাম

নারী আজান দিচ্ছে, আবার নারীই নামাজ পড়াচ্ছেন। সচরাচর এমন দৃশ্য দেখা না গেলেও জার্মানির বার্লিনের একটি মসজিদ পরিচালিত হচ্ছে নারীদের দাঁড়াই। নারীদের সমমর্যাদা প্রতিষ্ঠায় মসজিদটি তৈরি করা হয়েছে বলে জানান এর প্রতিষ্ঠাতা।

সুমধুর নারী কণ্ঠে পবিত্র আজানের ধ্বনি শুনতে পাওয়া যায় জার্মানির বার্লিনের একটি মসজিদে। শুধু মোয়াজ্জিনই নয়, মসজিদটির ইমামও একজন নারী। আর তাদের সঙ্গেই নামাজ আদায় করছেন পুরুষরাও।

ইবনে রুশদ গোথে নামের মসজিদটির প্রতিষ্ঠাতা সেইরান জানান, নারী অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে মসজিদটি।

সেইরান বলেন, আমি বিভিন্ন মসজিদে নামাজ পড়তে গিয়ে বৈষম্যের শিকার হয়েছি। পুরুষদের সঙ্গে একসঙ্গে নামাজ আদায় করতে দেয়া হয়নি। কিন্তু নামাজের সঙ্গে তো লিঙ্গের কোনো পার্থক্য থাকার কথা নয়। আমি মসজিদটি তৈরি করেছি যাতে সবাই একসঙ্গে নামাজ পড়তে পারেন। নারীরাও যে ইমাম বা মোয়াজ্জিন হতে পারে এটাই তার উদাহরণ।

উল্লেখ্য, নারীদের প্রতি বৈষম্য রোধ করতেই চার বছর আগে এই মসজিদটি প্রতিষ্ঠা করা হয়।