মসজিদে নববীতে এবার উন্মুক্ত তারাবি নামাজ

করোনার সংক্রমণ রোধে নানা সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এবার পবিত্র মদিনায় মসজিদে নববীতে উন্মুক্তভাবে তারাবির নামাজ আদায় করা যাবে। সৌদি আরবের পবিত্র দুই মসজিদের সভাপতি শেখ আব্দুর রহমান আল সুদাইস এসব তথ্য জানিয়েছেন।

শেখ আব্দুর রহমান আল সুদাইস এক বিবৃতিতে জানিয়েছেন, চলতি বছর মসজিদে নববীতে মুসল্লিরা উন্মুক্তভাবে তারাবির নামাজ আদায় করতে পারবেন।

তিনি আরো জানান, তারাবির নামাজ শেষ হওয়ার ৩০ মিনিট পর পর্যন্ত মসজিদ খোলা থাকবে।

তবে করোনা যাতে ছড়িয়ে পড়তে না পারে সে জন্য নেওয়া হবে নানা সতর্কতামূলক ব্যবস্থা। সামাজিক দূরত্ব এবং মুসল্লিদের মাস্ক পরা নিশ্চিত করা হবে।

উল্লেখ্য, মহামারী করোনাভাইরাসের কারণে গত বছর পবিত্র রমজানে সৌদি আরবের পবিত্র দুই মসজিদ- মসজিদে নববী এবং মসজিদুল হারামে তারাবির নামাজ হয়েছিল সংক্ষিপ্ত পরিসরে।