মুজিববর্ষের থিম সংয়ে ঠোঁট মেলালেন শেখ হাসিনা ও শেখ রেহানা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে তৈরি করা থিম সংয়ে ঠোট মেলালেন বঙ্গবন্ধুর ২ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানা।

আজ বুধবার (১৭ মার্চ) জাতীয় প্যারেড গ্রাউন্ডে মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর ১০ দিনের অনুষ্ঠান শুরুর পর বঙ্গবন্ধুকে নিয়ে তৈরি করা থিম সংটি পরিবেশনা করা হয়। এতে দেখা যায় থিম সংটিতে ঠোট মেলিয়ে গানটি গাইছেন তারা।

থিম সংটি পরিবেশন করেন, সৈয়দ আব্দুল হাদি, কুমার বিশ্বজিৎ, সাবিনা ইয়াসমিনসহ বিভিন্ন পযায়ের শিল্পীরা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত আছেন মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহামেদ সলিহ এবং বাংলাদেশের রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ। অনুষ্ঠান শুরুতে শত শিশুর কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে রবীন্দ্র সংগীত এবং নজরুল সংগীত পরিবেশন করে শিশুরা।

সংসদ সদস্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নুরের সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। এছাড়াও পাঠ করা হয় হিন্দু ধর্মের গিতা এবং খ্রিষ্টান ধর্মের বাইবেল।