মুসলিমদের পাশে থাকা নিউজিল্যান্ডের দায়িত্ব : জেসিন্ডা আরডার্ন

মুসলিমদের পাশে দাঁড়ানো নিউজিল্যান্ডের সব মানুষের কর্তব্য বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ মসজিদে হামলার দুই বছর পূর্তি উদযাপন উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।

২০১৯ সালে ১৫ মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে একজন শ্বেতাঙ্গ ৫১ জন মুসল্লিকে হত্যা করে এবং বারো জন আহত করে। গতকাল শনিবার (১৩ মার্চ) নিহত ব্যক্তিদের স্মরণে এক সভা অনুষ্ঠিত হয়। এতে নিহতের নাম পাঠ করা হয় এবং আকস্মিক ঘটনায় প্রথমে এগিয়ে আসা পুলিশ সদস্য ও চিকিৎসকদের প্রচেষ্টার স্বীকৃতি দেওয়া হয়।

আরডার্ন বলেন, ‘সরকারের অনেক প্রশংসা করা হলেও তা এই ঘটনাকে কখনো পরিবর্তন করবে না। নারী, পুরুষ ও শিশুরা মূলত সন্ত্রাসের শিকার হয়েছিলেন। এসব বাক্য মুসলিম সমাজের ভীতিকে এখনও দূর করেনি। আমাদের আরও অন্তর্ভূক্তিমূলক জাতি হতে হবে। তা আমাদের বৈচিত্রের জন্য গর্বের বিষয়। এটি আহ্বান করা হলে তা দৃঢ়তার সঙ্গে রক্ষা করবে।’

সূত্র : হাব নিউজ