মুসলিম জাতির প্রতি শ্রীলঙ্কার সংখ্যালঘুদের আহ্বান

জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের (ইউএনএইচআরসি) মুসলিম সদস্যদেরকে শ্রীলঙ্কার সংখ্যালঘুদের ওপর চলা বৈষম্যমূলক আচরণ বিবেচনায় নেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির সংখ্যালঘু সম্প্রদায়ের নেতারা।

শ্রীলঙ্কার মানবাধিকার পরিস্থিতির অবনতিশীল পরিস্থিতি নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে তা সমাধানে একটি প্রস্তাব অনুমোদনে মঙ্গলবার ভোটাভুটি করবে ইউএনএইচআরসি। ঠিক তার আগেই এই আর্জি জানালো দ্বীপরাষ্ট্রটির সংখ্যালঘু নেতারা।

জেনেভায় অনুষ্ঠিতব্য ওই ভোটাভুটিতে ৪৭টি দেশ অংশ নেবে। তাদের মধ্যে বাংলাদেশ-পাকিস্তানের মতো বেশ কয়েকটি মুসলিম অধ্যুষিত দেশও রয়েছে।

এর আগে কোভিড-১৯ এ মৃতদের দাফন করতে না দিয়ে ব্যপক সমালোচনার মুখে পড়ে শ্রীলঙ্কা। সে সময় দেশটিতে করোনায় মৃত মুসলিমদের লাশও পুড়িয়ে ফেলে কর্তৃপক্ষ।

এ ছাড়া সম্প্রতি মুসলিমদের প্রার্থনাস্থল মসজিদ, মাদরাসা বন্ধ এবং মুসলিম পোশাকে নিষেধাজ্ঞা জারি করেও সমালোচনার মুখে পড়েছে এই দ্বীপরাষ্ট্রটি।