মুস্তাফিজের ইনজুরি নিয়ে শঙ্কা নেইঃ তামিম

ইনজুরির শঙ্কা নিয়ে মাঠ ছাড়লেও বর্তমানে ভালো আছেন মুস্তাফিজুর রহমান। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে শেষে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন তামিম ইকবাল।

ম্যাচের শেষ ভাগে বোলিং করার সময় কাফ মাসলে টান লাগে মুস্তাফিজের। সেই সময় নিজের নবম ওভার করছিলেন তিনি। ওভারের মাঝ পথেই এই চোটের কারণে তাঁর মাঠ ছাড়তে হয়।

এরপর সৌম্য সরকার মুস্তাফিজের ওভারটি পূরণ করেন। এরপরই ধারণা করা হচ্ছিলো এই পেসারের চোট বেশ গুরুতর। তবে ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক সেই আশঙ্কা উড়িয়ে দিয়েছেন।

বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম জানিয়েছেন, মুস্তাফিজ সুস্থ রয়েছেন এবং তিনি ধারণা করছেন তৃতীয় ও শেষ ওয়ানডেতে খেলবেন।

তামিম আরও বলেন, মুস্তাফিজের কাফ মাসলে একটু টান লেগেছিল। যে কারণে ও মাঠ থেকে উঠে গেল। পরে ওর সাথে দেখা হয়েছে, কথাও হয়েছে। সে ভাল আছে, আমার মনে হয় সে তৃতীয় ম্যাচে খেলবে।

দ্বিতীয় ওয়ানডেতে ২৭১ রান করলেও শেষ পর্যন্ত ফিল্ডারদের ব্যর্থতায় ম্যাচ হেরেছে বাংলাদেশ। এদিন বল হাতে ২ উইকেট নিয়েছেন মুস্তাফিজ। মার্টিন গাপটিল ও জেমস নিশামকে ফেরান বাঁহাতি এই পেসার। সূত্রঃ ক্রিক ফ্রেঞ্জি