মেসিদের বিপক্ষে খেলা হলো না নেইমারের

সম্ভাবনা জাগলেও বার্সেলোনার বিপক্ষে খেলা হচ্ছে না নেইমারের। ইনজুরিতে থাকায় বার্সেলোনার বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের শেষ ১৬’র ফিরতি লেগে মাঠে নামতে পারছেন না পিএসজি তারকা নেইমার।

ফরাসি চ্যাম্পিয়ন পিএসজির পক্ষ থেকে মঙ্গলবার জানানো হয়েছে, তারা নেইমারকে খেলিয়ে ঝুঁকি নিতে চায় না। এর ফলে পুরনো ক্লাব ও বন্ধু লিওনেল মেসির মুখোমুখি হতে এবারও চোটের কাছে হার মানলেন নেইমার।

এক বিবৃতিতে পিএসজি জানিয়েছে, ‘ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার ব্যক্তিগত অনুশীলন অব্যাহত রাখবে। আগামী কয়েক দিন পর তার ইনজুরির সর্বশেষ অবস্থা আবারও পর্যবেক্ষণ করা হবে।’

ফরাসি কাপে গত ১০ ফেব্রুয়ারি চায়েনের বিপক্ষে ম্যাচে উরুর ইনজুরিতে পড়ার পর থেকেই মাঠের বাইরে আছেন নেইমার। ধারণা করা হচ্ছিল, ইনজুরি থেকে সুস্থ হয়ে দ্বিতীয় লেগে সাবেক ক্লাব বার্সার বিপক্ষে তিনি মাঠে ফিরবেন। কিন্তু এখনো পুরোপুরি সুস্থ হয়ে না ওঠায় আগামী ১১ মার্চ নেইমারকে নিজ মাঠ পার্ক দেস প্রিন্সেসে পাচ্ছেন না পিএসজি।