ম্যাচ সেরা হয়ে পুরস্কার পেলেন ৫ লিটার পেট্রোল

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে মাইক্রোওয়েভ বা রাইস কুপার বা ফুটবলে ম্যাচসেরার পুরস্কার হিসেবে আয়রন দেওয়ার ঘটনা নতুন নয়। তবে এবার দেখা আরো অদ্ভুত ঘটান। ক্রিকেটে ম্যাচ সেরার পুরস্কার পেট্রোল!

অদ্ভুতুড়ে এই কান্ডই দেখা গেল ভারতের ভূপালে। সেখানের একটি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে ম্যাচ সেরার পুরস্কার হিসেবে কোন নগদ অর্থ বা ট্রফির বদলে দেওয়া হয়েছে ৫ লিটার পেট্রোল তেল!

ভারতে ব্যাপক হারে বাড়ছে পেট্রোলের দাম। তাই ভারতীয়দের কাছে এখন মহামূল্যবান হয়ে ওঠা পেট্রোল।তাই সেই পেট্রোলকে পুরস্কার হিসেবে দিয়ে খেলোয়াড়কে সম্মানিত করা হয়েছে বলে জানায় আয়োজকরা!

ভূপালের এই টুর্নামেন্টের ফাইনালে ম্যাচ সেরা হয়েছিলেন সালাউদ্দিন আব্বাসি নামের এক ক্রিকেটার। ম্যাচ সেরা হওয়ার জন্য পেলেন ৫ লিটার পেট্রোল। ভারতে পেট্রোলের দাম লিটার প্রতি ৯৯ রুপি ২০ পয়সা হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ সালাউদ্দিন পেয়েছেন ৫০০ রুপির কাছাকাছি মানের পুরস্কার।

এদিকে সালাউদ্দিনকে দেয়া এই ৫ লিটার পেট্রোল পুরস্কার হিসাবে তুলে দেওয়ার ছবিটি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।