রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে যা বললেন শ্রীলেখা

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে সামনে রেখেও সক্রিয় তিনি। বাম আদর্শের এ অভিনেত্রী যোগ দিয়েছিলেন বামফ্রন্টের সমাবেশেও।

বাম রাজনীতিতে প্রসঙ্গে আলাপকালে সময়নিউজকে শ্রীলেখা মিত্র বলেন, যখন বাম সরকার ছিল তখন আমার প্রয়োজন মনে করিনি। কিন্তু অনেকেই বাম সরকারের সময় সুযোগ সুবিধা নিয়েছেন। অনেকে বিয়েতে মুখ্যমন্ত্রীকে নিমন্ত্রণ করেছেন, দেখানোর জন্য যে মুখ্যমন্ত্রী এলেন। সেগুলোর প্রয়োজন মনে করিনি আমি।

বাম রাজনীতিতে সক্রিয় হবেন কি না? জানতে চাইলে দুই বাংলার জনপ্রিয় এ অভিনেত্রী বলেন, আমি সত্যি কথা বলি, সৎ পথে চলি। কিছু মানুষ আমাকে বোঝেন তাই আমার মনে হলো এই সময়ে আমার সমর্থন বা আমার সামনে আসা দরকার। যদিও আমি সক্রিয় রাজনীতিতে যোগ দেইনি। আমি সাপোর্টার হিসেবে রয়েছি। আমার টিকেটের লোভ-মোহ নেই। আমি নিজেকে যোগ্যও মনে করি না তার জন্য। আর সিপিএম পার্টি তারকা দেখে টিকেট দেয় না।