রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের ফাইনালে টসে হারল ভারত

রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের ফাইনালে ইন্ডিয়া লেজেন্ডসের মুখোমুখি শ্রীলঙ্কা লেজেন্ডস। সুতরাং, ক্রিকেটের বাইশগজে ফের একবার দেখা যাবে সচিন-জয়সূর্যর ডুয়েল। যদিও সেহওয়াগ, যুবরাজ, কাইফ, ইউসুফ, ইরফানদের নিয়ে গড়া তারকাখচিত ইন্ডিয়া লেজেন্ডস দলের খেতাব জয়ের পথে প্রধান কাঁটা হতে পারেন তিলকরত্নে দিলশান ও উপুল থরঙ্গা।

আজ রবিবার (২১ মার্চ) রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের ফাইনালে ইন্ডিয়া লেজেন্ডসের মুখোমুখি শ্রীলঙ্কা লেজেন্ডস।

রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের ফাইনালে শ্রীলঙ্কা লেজেন্ডসদের কাছে টসে হারল ভারত। শ্রীলঙ্কা লেজেন্ডস টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে। প্রতিবেদন করার সময় ইন্ডিয়া লেজেন্ডস ব্যাটিং করছে।

ইন্ডিয়া লেজেন্ডসের সংক্ষিপ্ত স্কোরঃ ১২/০ (২.০ ওভার) শেষে শচীন টেন্ডুলকার ৬ রান ও বীরেন্দ্র শেওয়াগ ৪ রান করে অপরাজিত আছে।

টুর্নামেন্টে ইন্ডিয়া লেজেন্ডস বনাম শ্রীলঙ্কা লেজেন্ডস ফাইনাল অনুষ্ঠিত হচ্ছে শহিদ বীর নারায়ন সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে (রায়পুর)। ভারতীয় সময় সন্ধ্যা ৭টায়। টস অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে।

ইন্ডিয়া লিজেন্ডস স্কোয়াড: শচীন টেন্ডুলকার, বীরেন্দ্র শেওয়াগ, যুবরাজ সিং, প্রজ্ঞান ওঝা, মুনাফ প্যাটেল, ইরফান পাঠান, মনপ্রীত গনি, ইউসুফ পাঠান, নমন ওঝা, এস বদ্রিনাথ ও বিনয় কুমার।

শ্রীলঙ্কা লেজেন্ড স্কোয়াড: তিলকরত্নে দিলশান, সনৎ জয়সূর্য, উপল থরঙ্গা, চিন্তকা জয়সিংহে, চামারা সিলভা, কৈশল্যা বীররত্নে, রাসেল আর্নল্ড, ফারভেজ মাহরুফ, নূয়ান কুলশেকারা, ধামিকা প্রসাদ, রঙ্গনা হেরথ।