লড়াই করলেও হার এড়াতে পারল না বাংলাদেশ লিজেন্ডসরা

ভারতে রায়পুরের শহিদ বীর নারায়ণ সিং স্টেডিয়ামে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে বাংলাদেশ লিজেন্ডসের বিপক্ষে ৫ উইকেটে জিতেছে ওয়েস্ট ইন্ডিজের সাবেকরা। ৭ বল বাকি রেখে বাংলাদেশের দেওয়া ১৭০ রানের লক্ষ্য তারা ছুঁয়ে ফেলে ওয়েস্ট ইন্ডিজে। টুর্নামেন্টে এটি বাংলাদেশের সাবেকদের টানা চতুর্থ হার।

গতকাল শুক্রবার (১২ মার্চ) রাতে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ক্যারিবীয় বোলারদের ওপর শুরু থেকে চওড়া হোন বাংলাদেশের দুই ওপেনার নাজিমউদ্দীন ও মেহরাব হোসেন অপি। ওপেনিং জুটিতেই তারা স্কোরবোর্ডে ৬৪ রান জমা করেন। রান আউট হয়ে সাজঘরে ফেরার আগে ২৪ বলে ৩ চার ২ ছয়ে ৩৩ রানের ঝড়ো ইনিংস খেলেন নাজিমউদ্দীন।
নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশ লিজেন্ডসরা করেন ১৬৯ রান।

১৭০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের জয়ে বড় অবদান রাখেন কার্ক এডওয়ার্ডস। ২৮ বলে ৬ চার ও ২ ছক্কায় ৪৬ করেন তিনি। ৭ বল বাকি রেখে বাংলাদেশের দেওয়া ১৭০ রানের লক্ষ্য ছুঁয়ে ফেলে ওয়েস্ট ইন্ডিজে।। আগামী সোমবার দক্ষিণ আফ্রিকা লেজেন্ডসের বিপক্ষে খেলবে বাংলাদেশ লেজেন্ডস।