শ্রীলংকার বিশ্বকাপ মাতানো তারকা এখন বাস ড্রাইভার

এক সময় শ্রীলংকা জাতীয় দলের হয়ে মাঠ মাতিয়েছেন সুরাজ রানদিভ। দেশটির হয়ে খেলেছেন ২০১১ ক্রিকেট বিশ্বকাপ। আইপিএলে চেন্নাই সুপার কিংসকে জিতিয়েছেন শিরোপা। সেই রানদিভ এখন জীবিকা নির্বাহ করেন বাস চালিয়ে।

অস্ট্রেলিয়ায় নিজের এই নতুন চাকরি শুরু করেছেন রানদিভ। মেলবোর্নে অবস্থিত একটি ফ্রেঞ্চ কোম্পানিতে বাস ড্রাইভার হিসেবে কাজ করছেন তিনি। এর পাশাপাশি স্থানীয় একটি ক্লাবের হয়ে খেলেন ক্রিকেটও।

শ্রীলংকার হয়ে তিন ফরম্যাটের ক্রিকেটেই প্রতিনিধিত্ব করেছেন সুরাজ রানদিভ। লংকানদের হয়ে ১২টি টেস্ট খেলে ৪৬ উইকেট নিয়েছেন তিনি। এছাড়া ৩১টি ওয়ানডেতে ৩৬টি এবং ৭টি টি-২০তে শিকার করেছেন ৭টি উইকেট। আন্তর্জাতিক ক্রিকেটে রনদিভের সর্বোচ্চ স্কোর ৫৬।