সরকারের কাছে কৈফিয়ত চান হাসানুল হক ইনু

ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক বলেছেন, দোষ আইনের নয়, বরং প্রয়োগের। প্রশাসনিক কর্মকর্তারাই বাছাই করছেন কাকে ধরবেন, কাকে ধরবেন না। সেজন্যই এমন পরিস্থিতি সৃষ্টি হচ্ছে।

মুশতাক, কাজল, কিশোরকে জামিন না দিয়ে কেন দিনের পর দিন জেলে আটকে রাখা হলো, সরকারের কাছে তার কৈফিয়ত চান জাসদ সভাপতি হাসানুল হক ইনু। এসব ক্ষেত্রে ডিজিটাল নিরাপত্তা আইনের প্রয়োগ যথাযথ হয়নি বলেও মনে করেন তিনি।

সাবেক তথ্যমন্ত্রী বলেন, ‘এই আইনেই আছে ৬০ দিনের মধ্যে তদন্ত রিপোর্ট দিতে হবে। না পারলে আরো ১৫ দিন। অর্থাৎ, মোট ৭৫ দিন। তাহলে কেন কাজলকে ২১০ দিন কারাগারে রাখলেন আমি কৈফিয়ত তলব করছি সরকারের কাছে। কীজন্যে কিশোরকে ২১০ দিন কারাগারে রাখলেন? কেন মুশতাককে ৭৫ দিনের বেশি রাখলেন? এবং আদালত কেন এখানে চোখ বন্ধ করে থাকলেন? আমি তো অবাক হয়ে যাচ্ছি।