সীমান্তে বাংলাদেশিকে হত্যা, লাশের অপেক্ষায় স্বজনরা

শনিবার (২০ মার্চ) ভোরের দিকে মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা বটুলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আব্দুল মুমিন বাপ্পা (৩০) নামে এক বাংলাদেশি নিহত হন।

এদিকে হত্যার দুইদিন পেরিয়ে গেলেও এখনও লাশ ফেরত আসেনি বাংলাদেশে। এ অবস্থায় বাপ্পার লাশের অপেক্ষায় প্রতীক্ষার প্রহর গুনছেন স্বজনরা।

বিজিবি সূত্রে জানা যায়, রোববার (২১ মার্চ) দুপুরে ভারত সীমান্তে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। তবে ওপর মহলের নির্দেশনা না থাকায় ওই বৈঠকে লাশ আনার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

সুবেদার দেলোয়ার হোসেন জানান, উপর থেকে নির্দেশ আসলে লাশ আনার ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এখন পর্যন্ত উপর মহল থেকে এ বিষয়ে কোনো নির্দেশনা আসেনি।