সোহেল তাজ থেকে ফিটনেস প্রশিক্ষণ নিচ্ছেন ত্রাণ প্রতিমন্ত্রী

স্বাস্থ্যই সকল সুখের মূল। স্বাস্থ্য ঠিক রাখার জন্যই মানুষ প্রতিনিয়ত শারীরিক ব্যায়াম থেকে শুরু করে বিভিন্ন পদক্ষেপ নিয়ে থাকেন। ব্যতিক্রম নন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এমপি। এ কারণেই শারীরিক ফিটনেস প্রশিক্ষক সোহেল তাজ থেকে প্রশিক্ষণ নিচ্ছেন তিনি।

আজ মঙ্গলবার (৯ মার্চ) সোহেল তাজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান ও শারীরিক ফিটনেস প্রশিক্ষক ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজের দুজনের একটি ভিডিও পোস্ট করা হয়েছে।

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ ভিডিওর ক্যাপশনে লিখেছেন, ইন্সপায়ার ফিটনেস বাই এস টির নতুন মেম্বার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এমপিকে ট্রেনিং দিচ্ছি। তিনিও প্রমাণ করলেন বয়স কোন ব্যাপার না- ইচ্ছা থাকলে যেকোনো বয়েসেই ফিটনেস যাত্রা শুরু করা যায়।