স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের উত্তরণে খুশি ভারত

স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের ক্ষেত্রে বাংলাদেশ জাতিসংঘের সুপারিশ লাভ করায় ভারত অত্যন্ত ‘খুশি’ বলে জানিয়েছে সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। দ্য হিন্দু বিজনেস লাইনের এক প্রতিবেদনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে উদ্ধৃত করে বলা হয়েছে, বাংলাদেশের প্রতি দিল্লির সহযোগিতা অব্যাহত থাকবে।

সম্প্রতি ঢাকায় এক যৌথ সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এলডিসি থেকে বাংলাদেশের উত্তরণের ভূয়সী প্রশংসা এবং গর্বপ্রকাশ করেছেন।

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব গত শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে সেই প্রসঙ্গ উল্লেখ করে বলেছেন, ‘এলডিসি থেকে বাংলাদেশের উত্তরণে আমরা খুশি এবং এই প্রবৃদ্ধির পথে তাদের সঙ্গে সহযোগিতা ও অংশীদারিত্ব অব্যাহত রাখব।’