স্বাস্থ্যবিধি মেনে তারাবিহ নামাজের অনুমোদন পেল সিঙ্গাপুর

পবিত্র রমজান মাস উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে তারাবিহ নামাজের অনুমোদন দিয়েছে সিঙ্গাপুর। সিঙ্গাপুরের দি ইসলামিক রিলিজিয়াস কাউন্সিল এক বিবৃতিতে জানায়, স্বাস্থ্যবিধি অনুসরণ করে মসজিদে তারাবিহ ও ‘কিয়ামুল লাইল’ বা তাহাজ্জুদের নামাজ অনুষ্ঠিত হবে।

আগামী ১৩ এপ্রিল থেকে হিজরি সনের পবিত্র রমজান শুরু হবে। এরপর ১৩ মে তা সমাপ্ত হবে। রমজানের প্রতিদিন রাতে তারাবির নামাজ অনুষ্ঠিত হয়। এবং শেষ ১০ বিশেষ ‘কিয়ামুল লাইল’ বা তাহাজ্জুদ নামাজ অনুষ্ঠিত হয়।

সিঙ্গাপুরের ইসলামী ব্যক্তিত্ব মুফতি নাজিরুদ্দিন মো. নাসির জানান, মুসলিমদের অনেকেই পবিত্র রমজান মাসে মসজিদে সময় অতিবাহিত করতে চান। কিন্তু আমরা মহামারির বর্তমান পরিস্থিতির বাইরে নই। তাই আমাদের সর্বোচ্চ নিরাপদ পন্থা অবলম্বন করে নিজেদের কার্যক্রম পরিচালন করতে হবে।’

সূত্র: দ্য স্ট্রেইটস টাইমস