হজে গমনেচ্ছুদের জন্য টিকা বাধ্যতামূলক : সউদী স্বাস্থ্যমন্ত্রী

চলতি বছর পবিত্র হজে গমনেচ্ছুদের জন্য করোনাভাইরাসের টিকা নেওয়া বাধ্যতামূলক করেছে সউদী আরব সরকার। দেশটির শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম দৈনিক আরব নিউজ বলা হয়েছে, সউদী স্বাস্থ্যমন্ত্রী ডা. তৌফিক আল রাবিয়াহ এ বছর হজে অংশ নিতে করোনা নেওয়ার বিষয়টি মূল শর্ত হিসেবে অন্তর্ভুক্ত করার নির্দেশনা দিয়েছেন। যারা টিকা নেবেন না তারা এ বছর হজে অংশ নিতে পারবেন না।

দৈনিক আরব নিউজে বলা হয়েছে, একটি করোনা টিকাদান কমিটি গঠন করা হয়েছে। এটি পবিত্র স্থানগুলোতে স্বাস্থ্য সংক্রান্ত বিষয় তদারকি করবে। করোনার টিকা না নিলে আসন্ন হজে কোনো হজযাত্রীকে অংশ গ্রহণ করতে দেওয়া হবে না।

এর আগে সউদী স্বাস্থ্য মন্ত্রণালয় ওমরাহ পালনকারীদের জন্যও করোনাভাইরাসের টিকা নেওয়া বাধ্যতামূলক করেছিল।

সূত্র : আরব নিউজ