হরতালে অংশগ্রহণকারীদের মোবারকবাদ জানাই: বাবুনগরী

হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী বলেছেন, তৌহিদি জনতার অংশগ্রহণে শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হচ্ছে। হরতালে অংশগ্রহণকারীদের মোবারকবাদ জানাই। প্রশাসনকে বলবে আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে কেউ উসকানিমূলক কাজ করবেন না। হরতাল শেষে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের ব্যারিকেড তুলে দেওয়া হবে। ছাত্রদের এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

আজ রবিবার (২৮ মার্চ) বিকালে হাটহাজারী মাদরাসায় সংবাদ সম্মেলনে ওসি রফিকুল ইসলামকে প্রত্যাহার করে নেওয়ারও দাবি জানান হেফাজতে আমির জুনায়েদ বাবুনগরী।

বাবুনগরী বলেন, গত শুক্রবার বিনা উসকানিতে পুলিশ মাদরাসা শিক্ষার্থীদের ওপর গুলি চালিয়েছে। তাই এ ঘটনার দায়িত্ব পুলিশ প্রশাসনকে নিতে হবে। অবিলম্বে হাটহাজারী থানার ওসিকে প্রত্যাহার করতে হবে। এ ছাড়া চট্টগ্রাম মেডিক্যালে চিকিৎসাধীন আহত ২০ নেতাকর্মীর সুচিকিৎসার নিশ্চিয়তা ও ব্যবস্থা সরকারকেই নিতে হবে।

এ ছাড়া নিহত হেফাজতকর্মীদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান তিনি। দাবি পূরণ না করলে সামনে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও হুমকি দেন বাবুনগরী।