হরতালে বাধা দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি হেফাজতে ইসলামের

চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় নেতাকর্মী নিহত হওয়ার প্রতিবাদে ডাকা রোববারের হরতালে বাধা দিলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন হেফাজতে ইসলামের মহাসচিব নূরুল ইসলাম।

আজ শনিবার (২৭ মার্চ) দুপুর ১২টায় রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটের ভেতরে হেফাজতে ইসলাম এ বিক্ষোভ সমাবেশ করে।

পূর্বঘোষণা অনুযায়ী জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে জড়ো হয়ে বিক্ষোভ সমাবেশ থেকে নূরুল ইসলাম বলেন, আগামীকাল (২৮ মার্চ) যদি আমাদের হরতালে বাধা দেয়া হয়, তাহলে এর চেয়েও কঠোর কর্মসূচি দেয়া হবে।

সমাবেশে বক্তারা রোববারের হরতাল সফল করার জন্য যার যার এলাকায় সকাল ৬টা থেকে রাস্তায় অবস্থান নেওয়ার আহবান জানান। তারা বলেন, আমাদের ভাইদের রক্ত বৃথা যেতে পারে না।

এদিকে এক বিবৃতিতে হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমন ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত তৌহিদী জনতার প্রতি ফোঁটা রক্তের বদলা নেয়া হবে। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তিনি। প্রয়োজনে শীর্ষ ওলামাদের সঙ্গে নিয়ে কঠোর কর্মসূচি দেয়া হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন হেফাজত আমির বাবুনগরী।