২০ বছরে একবারও ফিটনেস টেস্টে ফেল করিনি: মাশরাফি

ক্যারিয়ারে ইনজুরি মাশরাফি বিন মুর্তজার নিত্যসঙ্গী। তবে চোট থাকলেও বিসিবির ফিটনেস টেস্টে কখনো ফেল করেননি- এমন দাবি করেছেন তিনি। যারা সম্প্রতি ফিটনেস বিবেচনায় মাশরাফি বাদ পড়বেন এমন কথা বলেছেন তাদের সমালোচনাও করেছেন তিনি।

খেলাযোগকে এক দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন মাশরাফি বিন মর্তুজা। এ সাক্ষাৎকারটির প্রথম পর্ব প্রচারিত হয় সোমবার।

মাশরাফি বলেন, ‘আমার তো ফিটনেস কখনও ফেলই নেই, আমি তো কখনও ক্যামেরার সামনে এসে বলিই নাই। অনেককে হয়তো বলতে শুনেছি যে মাশরাফি হয়তো পুরোপুরি ফিট নাও থাকতে পারে। আমি তখন অবাক হয়েছি যে আসলে কতটুকু তথ্য রাখে। বাইরের একজন দর্শক বলছে এটা খুবই স্বাভাবিক উনি অনেক কিছু না জেনেই বলতে পারে। কিন্তু বিসিবির সঙ্গে সম্পৃক্ত থেকে যারা বলতেছে তারা কোনো তথ্য রাখে? তারা আদৌ অফিস করে?’

‘আমার যত ইনজুরি আসুক যাই আসুক বিগত বিশ বছরে আমার একটা ফিটনেস টেস্ট ফেল নাই। ২০০১ থেকে ২০২০ পর্যন্ত একটা ফিটনেস টেস্ট বের করে দেন মাশরাফি ফেইল আছে। যে কোনো জায়গায়, বিপ টেস্ট বলেন, স্ট্রেংথ ট্রেনিং টেস্ট বলেন। একটা জায়গায় আমার ফেল এনে দেন। যদি দিতে পারেন, তারপর কথা বলেন।’