৬ বলে ৬ ছক্কা হাঁকিয়ে বিশ্বরেকর্ড গড়লেন পোলার্ড

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচেই বিস্ফোরক এক ইনিংস খেললেন উইন্ডিজ তারকা কিয়েরন পোলার্ড। আকিলা ধনঞ্জয়ার ছয় বলে ছয় ছক্কা হাঁকিয়ে রেকর্ড বুকে নাম লেখালেন এই মারকুটে ব্যাটসম্যান। আকিলা ধনঞ্জয়ের এক ওভারে ছয়টি ছক্কা মেরে তৃতীয় ক্রিকেটার হিসেবে ইতিহাসে নাম লেখালেন পোলার্ড।

আকিলা ধনঞ্জয় দ্বিতীয় ওভারে হ্যাটট্রিক করেলে নিজের তৃতীয় ওভারে হ্যাটট্রিকের খুশিকে দুঃখে রূপান্তরিত করেছিলেন পোলার্ড। তার এক ওভারেই হাঁকান ৬ ছয়!

বিশ্ব ক্রিকেটের মাত্র তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ছয় ছক্কা হাঁকানোর বিরল কীর্তি গড়লেন পোলার্ড। এর আগে ২০০৭ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার হার্সেল গিবস এবং একই বছর অনুষ্ঠিত হওয়া টি টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে এমন অতিমানবীয় কীর্তি গড়েন ভারতের যুবরাজ সিং।

তবে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-২০ তে এক ওভারে ছয়টি ছক্কা মারার রেকর্ড গড়লেন পোলার্ড। এর আগে ২০০৭ বিশ্বকাপে ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রডের বলে এক ওভারে ছয়টি ছক্কা মেরেছিলেন ভারতের যুবরাজ সিং।