৯ নম্বরে নেমে রশিদ খানদের তুলোধনা করলেন টিরিপানো

আবু ধাবিতে প্রথম ইনিংসে ৫৪৫ রানের ইনিংসের পর জিম্বাবুয়েকে ২৮৭ রানে গুটিয়ে দিয়ে ইনিংস জয়ের স্বপ্ন দেখছিল আফগানরা। সেই স্বপ্ন যেন দুঃস্বপ্নে পরিনত করলেন শন উইলিয়ামস আর ডোনাল্ড টিরিপানো। ৯ নম্বরে নেমে জিম্বাবুয়ের হয়ে দুর্দান্ত ব্যাটিং করে সর্বোচ্চ রানের ইনিংসের রেকর্ড গড়েছেন আনকোরা এই ব্যাটসম্যান।

চতুর্থ দিনে দ্রুত একের পর এক ব্যাটসম্যানকে হারিয়ে ৪ উইকেটে ১৪০ থেকে ৭ উইকেটে ১৪২ রানে পরিণত হয় জিম্বাবুয়ে। এরপর বুক চিতিয়ে লড়াই করেন উইলিয়ামস ও টিরিপানো। রশিদ-শিরজাদদের আক্ষেপ জাগিয়ে তারা খেলা টেনে নেন পঞ্চম দিনে। টেস্ট ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি তুলে নিয়ে উইলিয়ামস মারেন ৯ চার ও ১ ছক্কা। সাদা পোশাকে প্রথম ফিফটিকে টিরিপানো সাজান ১১ চারে।

টিরিপানোর বিদায়ের সাথে ভাঙে উইলিয়ামসের সাথে ১৮৭ রানের জুটি। যা অষ্টম উইকেট জুটিতে জিম্বাবুয়ের সর্বোচ্চ রান। ভেঙে যায় অ্যান্ডি ব্লিগনাট ও হিথ স্ট্রিকের করা ২০০৩ সালে ১৬৮ রানের জুটির রেকর্ড।