আইপিএলের জন্য দেশের খেলা ছাড়ায় প্রোটিয়া তারকা খেলোয়াড়দের ওপর ক্ষেপলেন আফ্রিদি

বাবর আজম ও ফখর জামানের ব্যাটিং তাণ্ডবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে সফরকারী পাকিস্তান। অস্ট্রেলিয়ার পর মাত্র ২য় দল হিসেবে দক্ষিণ আফ্রিকার মাটিতে পর পর দুইটি ওয়ানডে সিরিজ জিতলো তাঁরা। পাকিস্তানের এমন দুর্দান্ত পারফরম্যান্স দেখে খুশি সাবেক পাকিস্তান অধিনায়ক শহীদ আফ্রিদি। তবে দক্ষিণ আফ্রিকার তারকা খেলোয়াড়রা দেশের খেলা বাদ দিয়ে আইপিএলে যাওয়ায় ক্ষেপেছেন তিনি।

পাকিস্তানকে অভিনন্দন জানানো পর আরেকটি টুইটে আফ্রিদি লিখেন, ‘একটি সিরিজের মাঝপথে আইপিএলের জন্য খেলোয়াড়দের ছেড়ে দিল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড- সেটা দেখে খুবই বিস্মিত হয়েছি। দেখে খারাপ লাগছে ফ্র‍্যাঞ্চাইজি লিগ আন্তর্জাতিক ক্রিকেটকে প্রভাবিত করছে। সময় এসেছে বিষয়টি নিয়ে নতুন করে ভাবার।’