দিন যত যাচ্ছে ততই করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছছে। এরমধ্যেই ভারতে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ ভয়াবহ আকার ধারণ করেছে। গতকাল সোমবার একদিনে করোনার সংক্রমণ ১ লাখ ছাড়িয়ে যায়।
আজ মঙ্গলবার (৬ এপ্রিল) প্রকাশিত তথ্যে বলা হয়েছে, একদিনে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে ৯৬ হাজার ৫৫৭ জনের।
করোনাভাইরাস পরিস্থিতি পর্যালোচনা ও করণীয় ঠিক করতে আগামী ৮ এপ্রিল ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুখ্যমন্ত্রীদের সঙ্গে জরুরি বৈঠকে বসতে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ভারতে করোনার মোট সংক্রমণ প্রায় ১ কোটি ২৬ লাখ সাড়ে ৮৪ হাজারে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ১ কোটি ৬৫ লাখ ৫৭৭ জন এবং সুস্থ হয়েছেন এক কোটি ১৭ লাখ ৩২ হাজার ২৭৯ জন।