কোহলির আরেকটি রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়লেন বাবর আজম

আরেকটি রেকর্ড বিরাট কোহলিকে ছাড়িয়ে নতুন বিশ্বরেকর্ড গড়লেন সময়ের আরেক সেরা ব্যাটসম্যান বাবর আজম। জিম্বাবুয়ের বিপক্ষে পাকিস্তানের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের আজ শেষ টি-টোয়েন্টিতে খেলতে নেমে ক্রিকেট ইতিহাসে সবচেয়ে দ্রুততম ব্যাটসম্যান হিসেবে ২০০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন বাবর।

রেকর্ড থেকে মাত্র ১৯ রান দূরে থেকে খেলতে নামেন বাবর। ১৩তম ওভারের দ্বিতীয় বলে রায়ান বার্লকে বাউন্ডারি মেরে কোহলিকে পেছনে ফেলে টি-টোয়েন্টিতে দ্রততম ২ হাজার রান করার কৃতিত্ব অর্জন করেন পাকিস্তান অধিনায়ক।
এই মাইলফলকে পৌঁছাতে ৫৬ ইনিংস লেগেছিল কোহলির। বাবর ৫২ ইনিংসেই এই রেকর্ড গড়লেন।

কয়েকদিন আগেই বিরাট কোহলিকে পেছনে আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় শীর্ষস্থান দখল করেছেন বাবর। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজেই কোহলিকে আরেকবার পেছনে ফেললেন তিনি।