গৌরনদীতে অস্ত্রসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ

বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দর সংলগ্ন সুন্দরী এলাকায় দেশীয় অস্ত্রসহ ৩ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আজ বুধবার (২৮ এপ্রিল) দুপুরে গ্রেপ্তারকৃত ৩জনকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে প্রেরনের নির্দেশ দেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, গৌরনদী উপজেলার বাঙ্গিলা গ্রামের আসাদুল বেপারী, তুহিন হাওলাদার এবং নন্দনপট্টি গ্রামের টিটু সরদার।

গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. তৌহিদুজ্জামান জানান, মঙ্গলবার রাতে সুন্দরদী এলাকায় পুলিশ একটি মোটর সাইকেলের গতিরোধ করে। এ সময় মোটরসাইকেলে থাকা ৩ যুবক দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ ৩ জনকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে একটি রামদা ও একটি অত্যাধুনিক চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।

এ ঘটনায় থানার এসআই আব্দুল হক বাদী হয়ে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেন। বুধবার দুপুরে আটককৃতদের ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে প্রেরনের নির্দেশ দেন।