ঢাকায় আমার বাড়ি নেই, এক কাঠা জমিও নেই: সুজন

বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন মুখ খুললেন তাঁর আয়ের উৎস নিয়ে নেতিবাচক মন্তব্যকারীদের উদ্দেশে। বুধবার (৮ এপ্রিল) দেশের এক ক্রিকেটভিত্তিক ওয়েবসাইটকে এ বিষয়ে একান্ত সাক্ষাৎকার দেন খালেদ মাহমুদ সুজন।

তার আয়ের উৎস নিয়ে বিভিন্ন তথ্য ছড়ানোর প্রসঙ্গ তোলা হয়।

জবাবে ক্ষোভ উগড়ে দিয়ে সুজন বলেন, ‘আমি ক্রিকেট খেলে এমন কোনো টাকাপয়সা জমাইনি। বাংলাদেশে মনে হয় একমাত্র ক্রিকেটার আমি, যার একটা জায়গা নেই, বাড়ি নেই ঢাকা শহরে। সব ক্রিকেটারের পূর্বাচলে ৫-১০ কাঠা জমি আছে, আমার তো এক কাঠাও নেই। এসব অনেকে জানে না।’

ট্রলকারীদের উদ্দেশে সুজন বলেন, ‘আমাকে নিয়ে নেতিবাচক মন্তব্যকারীরা মনে করেন, আমি কোটি কোটি টাকা নিয়ে নিচ্ছি। ভাই আপনারা শুনে রাখেন, ঢাকায় আমার নিজস্ব কোনো জায়গাও নেই। আমার অনেক টাকা থাকলে পূর্বাচলে নিশ্চয় ৩টা জমি থাকত আজকে। আমার সে জন্য কোনো দুঃখ নেই। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি।’