পাল্লেকেলে শ্রিলংকার বিপক্ষে টেস্টের প্রথম ইনিংসে ৯০ রানে আউট হয়েছিলেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। আজ ম্যাচের পঞ্চম দিন বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ইনিংস খেলতে নেমেছে। ম্যাচের ভাগ্য আগেই নির্ধারিত হয়ে গেছে। তবে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা নিশ্চয়ই এখন তামিম ইকবালের সেঞ্চুরির অপেক্ষায় আছেন।
৮ উইকেটে ৬৪৮ রান তুলে শ্রীলঙ্কার ইনিংস ঘোষণার পর বাংলাদেশের স্কোর এখন ২ উইকেটে ১০০ রান। তামিম অপরাজিত আছেন ৯৮ বলে ৭৪* রানে। সেঞ্চুরির তাড়া থেকেই হয়তো বৃষ্টির আগে তিনি হাত খুলে খেলছিলেন। তামিমের ইনিংসে এখন পর্যন্ত যোগ হয়েছে ১০টি চার এবং ৩টি ছক্কা।
তামিম এবং সমর্থকদের প্রার্থনা বৃষ্টি যেন দ্রুত থেমে ফের খেলা শুরু হয়।