দীর্ঘ ৮ বছর পর দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ জিতল পাকিস্তান

শেষ ওভারের রোমাঞ্চে টি-২০ সিরিজ জিতল পাকিস্তান। সিরিজের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৩ উইকেটে হারিয়েছে বাবর আজমের দল।

শুক্রবার (১৬ এপ্রিল) সেঞ্চুরিয়ানের সুপার স্পোর্টস পার্কে টস হেরে ব্যাটিংয়ে নামে স্বাগতিকরা। আগে ব্যাট করে ১৪৪ রানে অলআউট হয় প্রোটিয়ারা।

জবাবে ইনিংসের দ্বিতীয় বলেই শূন্য রানে আউট হন মোহাম্মদ রিজওয়ান। বাবর আজম ও ফখর জামানের দ্বিতীয় উইকেট জুটিতে পাকিস্তান পায় ৯১ রান।

জয় হাতের নাগালেই ছিল পাকিস্তানের। তবে ২৩ রানের ব্যবধানে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় তারা। সেখান থেকে দলকে উদ্ধার করেন মোহাম্মদ নাওয়াজ। ২১ বলে ২৫ রান করে দলকে নিয়ে যান জয়ের বন্দরে।