করোনা সংক্রমণ রোধে এবার সবার জন্য ওমরাহ পালনের সুযোগ থাকছে না। কিন্তু অ্যাপের সাহয্যে মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদ ভার্চুয়াল ভ্রমণের সুযোগ থাকছে।
সেমফোর স্টুডিও কর্তৃক তৈরিকৃত ভি-মক্কা থ্রিডি অ্যাপের সাহায্যে মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদ পরিদর্শনে অংশ নেওয়া যাবে। পবিত্র মসজিদের আশপাশের স্থানে অন্যান্য স্থানও পরিদর্শনের সুযোগ থাকবে। আরাফাহ পর্বত, জামরাত, মুজদালিফাসহ বিভিন্ন পবিত্র স্থান দেখা যাবে।
বিশ্বের সাতটি ভাষায় অ্যাপটিতে দর্শনীয় স্থানের বর্ণনা শোনা যাবে। আরবি, ইংরেজি, তুর্কি, ফার্সি, উর্দু, মালয় ও ইন্দোনেশিয়াসহ মোট সাত ভাষায় পবিত্র স্থানগুলোর বর্ণনা আছে।
সূত্র : দি নিউ আরব